ঢাকার ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮০০ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মঈনূল ইসলাম মাদ্রাসা মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদসামগ্রী হাতে তুলে দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মো: ইয়াসিন ফেরদৌস মুরাদ।
ঈদসামগ্রীর মধ্যে রয়েছে দুই কেজি পোলাওর চাল, এককেজি চিনি, সেমাই, তেল, পেঁয়াজ, আলু ও সাবান।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা,গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, যুবদলের নেতা মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ প্রমুখ।