মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ইকবাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের সাথে বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেয়।
ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের জারাফত হোসেনের ছেলে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান জানান,
ইকবাল হোসেন অবৈধভাবে শূন্যলাইন অতিক্রম করে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩২/১৫-আর সীমান্ত পিলারের কাছে কুতুবপুর মাঠে ঘাস কাটতে যান। এসময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানি কমান্ডার ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সাথে যোগাযোগ করা করেন।
তিনি জানান, শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৩/৩-এস-এর কাছে কাথুলী কোম্পানি কমান্ডার (৪৭ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশী নাগরিক ইকবাল হোসেনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে ইকবালকে গাংনী থানায় হস্তান্তর করা হয় বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান।
ইকবাল হোসেনের পরিবারের সদস্যদের অভিযোগ, বিএসএফ সদস্যরা তাকে আটকের পর বেধড়ক মারধর করতে করতে তাদের ক্যাম্পে নিয়ে যান।