নেত্রকোনায় নিজ ঘর থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

শনিবার (২০ ডিসেম্বর) রাতের খাবার শেষে হেলাল উদ্দিন ও তার স্ত্রী বেদানা আক্তার প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমান। ভোর রাতে স্ত্রী ঘুম থেকে ওঠে বাইরে প্রাকৃতিক কাজ সেরে ঘরে ফিরে দেখেন গলাকাটা অবস্থায় তার স্বামী বিছানায় পড়ে আছেন।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
নেত্রকোনায় নিজ ঘর থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোনায় নিজ ঘর থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার |প্রতীকী ছবি

নেত্রকোনার সদর উপজেলায় নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৬১) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার কালিয়ারা গাবরাগাতি নাড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের মরহুম আশারাফ আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতের খাবার শেষে হেলাল উদ্দিন ও তার স্ত্রী বেদানা আক্তার প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমান। ভোর রাতে স্ত্রী ঘুম থেকে ওঠে বাইরে প্রাকৃতিক কাজ সেরে ঘরে ফিরে দেখেন গলাকাটা অবস্থায় তার স্বামী বিছানায় পড়ে আছেন। এ সময় তিনি চিৎকার, চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে থানা পুলিশকে সংবাদ দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল-মামুন সরকার রোববার বিকেলে নয়া দিগন্তকে জানান, শোবার ঘরে দু’টি শয্যা ছিল। কেন, কীভাবে ওই কৃষকে গলা কেটে হত্যা করা হয়েছে তা উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে। আশা করছি, খুব দ্রুত এই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।