গৌরনদীতে ৮ দিনেও সন্ধান নেই নিখোঁজ সিফাতের

তার মেধা ও ধর্মীয় আগ্রহের কারণে তাকে আগৈলঝাড়া উপজেলা সদরের মারকাজ মাদরাসায় ভর্তি করা হয়। ঘটনার কয়েকদিন আগে তিনি নানীর কাছে বেড়াতে আসেন।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
নিখোঁজ সিফাত
নিখোঁজ সিফাত |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদীতে নিখোঁজের আট দিন পরও সন্ধান পাওয়া যায়নি হাফেজ মো: সিফাত শেখের (১৫)। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকালে বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের নানাবাড়ি থেকে নিখোঁজ হন তিনি।

সিফাত পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মারকাজ মাদরাসার নিয়মিত ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিফাতের বয়স যখন মাত্র দু’বছর, তখন তার বাবা উজ্জ্বল শেখ রহস্যজনকভাবে নিরুদ্দেশ হন এবং এখনো ফিরে আসেননি। ছোটবেলা থেকে সিফাত বড় হয়েছেন নানীর তত্ত্বাবধানে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইরকান্দি এলাকার একটি মাদরাসায় কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেন সিফাত। পরে তার মেধা ও ধর্মীয় আগ্রহের কারণে তাকে আগৈলঝাড়া উপজেলা সদরের মারকাজ মাদরাসায় ভর্তি করা হয়। ঘটনার কয়েকদিন আগে তিনি নানীর কাছে বেড়াতে আসেন। এরপর গত ৩০ নভেম্বর সকালে নানাবাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন।

স্বজনদের দাবি, আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজ নেয়া হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে সিফাতকে দ্রুত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানানো হয়েছে।