নোয়াখালীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

শুক্রবার বিকেলে নোয়াখালী মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

নোয়াখালী শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শহর আমির মাওলানা মো: ইউসূফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নাজমুল ইসলাম শামিম, নোয়াখালী সদর আমির হাফেজ মহিউদ্দিন, শহর শাখার সেক্রেটারি মাওলানা মো: মায়াজ, ছাত্রশিবির শহর শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব।

এদিকে বিকেলে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পাবলিক হল থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, জামায়াত নেতা নাসিমুল গনি চৌধুরী মহল, আবু জায়েদ প্রমুখ।