নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনের সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবসরপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানের নামে মদন থানায় হত্যা মামলা করা হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেলে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান নয়া দিগন্তকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় সাজ্জাদুলকে প্রধান আসামি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আবদুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাদত ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ ৬৮ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১ শ’ থেকে ২ শ’ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। সাজ্জাদুল হাসান পদত্যাগে বাধ্য হওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের ছোট ভাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে এক চোখ হারানো কলেজ পড়ুয়া মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নবাব বাদি হয়ে গত ২৩ মে মদন থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয় ২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলার সময় মদন পৌর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে দমন করতে ১৮ জুলাই পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা নেত্রকোনা-৪ আসনের এমপি সাজ্জাদুল হাসানের নির্দেশক্রমে ত্রিমুখী হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে অন্তত অর্ধশতাধিক ছাত্র-জনতা আহত হন।
গুলিতে গুরুতর আহত নবাব এক চোখের দৃষ্টি হারান ও চিকিৎসার অভাবে অপর চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, বিস্ফোরক আইনে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।