তালায় মাহিন্দ্রা উল্টে মা-ছেলে নিহত

সাতক্ষীরার তালায় মাহিন্দ্রা গাড়ি উল্টে পড়ে মা ও তার ৮ বছরের ছেলে নিহত হয়েছেন।

ইয়াসিন আলী সরদার, তালা (সাতক্ষীরা)

Location :

Tala
তালায় মাহিন্দ্রা উল্টে মা-ছেলে নিহত
তালায় মাহিন্দ্রা উল্টে মা-ছেলে নিহত |প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি উল্টে মা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৫) এবং তার ছেলে মুস্তাকিম (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শারমিনের বাবার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। ছেলেকে নিয়ে তিনি বাবার বাড়ি থেকে মাহিন্দ্রাযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে রওনা দেন। পথে ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় মাহিন্দ্রার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো: নুরুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। নিহতদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।