সিলেট নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে অভিযানে নামে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী সকাল ১০টায় নগরের রিকাবীবাজার এলাকায় অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত আজকের বিশেষ অভিযানে ৮৭টি বিভিন্ন রকম যানবাহন জব্দ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ব্যাটারি চালিত ৬৫ রিকশা, সিএনজি অটোরিকশা ৫টি, মোটরসাইকেল ১৪টি, লেগুনা ১টি, ট্রাক ১টি, পিকআপ ১টি।
এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধে ১১টি, সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ২টি, কারের বিরুদ্ধে ২টি এবং পিকআপ ও ট্রাকের বিরুদ্ধে
১ টি করে মামলা রুজু করা হয়েছে।
এসএমপির মিডিয়া অফিসার এডিসি মুহাম্মদ সাইফুল ইসলাম সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই তথ্য জানিয়ে বলেন, বিশেষ অভিযান অব্যাহত থাকবে।