কৃষকের ৪০০ লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

‘ঋণ করে চাষ করেছি। লাউ বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করবো চিন্তা করেছি। এখন সব গাছ কেটে ফেলায় আমি কীভাবে ঋণ পরিশোধ করবো বুঝতেছি না।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
ক্ষতিগ্রস্ত লাউ ক্ষেত
ক্ষতিগ্রস্ত লাউ ক্ষেত |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে দরিদ্র কৃষক উত্তম দাশের ৩৩ শতক জমিতে চাষ করা ৪০০ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঋণ করে ৩৩ শতক জমিতে লাউ চাষ করা কৃষক এখন দিশেহারা হয়ে পড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়তাকিয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষক উত্তম দাশের ৩৩ শতক লাউ ক্ষেতের ৪০০টি গাছের প্রতিটি গাছের ডগায় ডগায় কচি কচি লাউ লাউ। কিছুদিন পর এসব লাউ বাজারে বিক্রি হতো কয়েক লাখ টাকা। কিন্তু তার আগেই কে বা কারা তার জমির লাউ গাছ কেটে দিয়েছে।

কৃষক উত্তম দাশ বলেন, ‘এবার লাউ চাষে খরচ এক লাখ ২০ হাজার টাকা। ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো আরো কয়েকলাখ টাকা। ঋণ করে চাষ করেছি। লাউ বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করবো চিন্তা করেছি। এখন সব গাছ কেটে ফেলায় আমি কীভাবে ঋণ পরিশোধ করবো বুঝতেছি না। আমার সাথে ওভাবে কারো শত্রুতা নেই। কারা এভাবে আমার পেটে লাথি মারলো?’

এলাকার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘সমাজে চলতে গেলে মানুষের সাথে মানুষের মনমালিন্য হতে পারে। সেজন্য এভাবে জমির ফসল কেটে দেবে তা মেনে নেয়া যায় না।’

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, ‘বড়তাকিয়ায় জমির লাউ গাছ কেটে ফেলার ব্যাপারটি আমি জানতাম না। এখন আপনার মাধ্যমে শুনলাম। উপ-সহকারি কৃষি অফিসারকে পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি।’