২৫ কোটি টাকার উন্নয়ন কাজ করে প্রশাংসা কুঁড়ালেন বরগুনার বেতাগী পৌর প্রশাসক মো: বশির গাজী।
পৌরসভার নয়টি ওয়ার্ডের রাস্তা পুর্ননিমাণ, সংযোগ রাস্তা, বাড়ির সাথে সংযোগ রাস্তা, রাস্তা সংস্কার, সাইক্লোন শ্লেল্টার কাম অডিটোরিয়ামের কাজ করেন তিনি।
১৯৯৯ সালের ১৮ মার্চ বরগুনার বেতাগী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালের ৩১ মে ‘খ’ শ্রেণি এবং ২০১৯ সালের ২ জুলাই ‘ক’ শ্রেণি বা প্রথম শ্রেণি পৌরসভায় উন্নতি হয় বেতাগী পৌরসভার আয়তন ৭ দশমিক ৭২ বর্গ কিলোমিটার। বেতাগী পৌরসভায় মোট জনসংখ্যা ১২ হাজার ৭৮৬ জন।
ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মো: মাহবুব আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসকের দায়িত্ব দেয়া হয়।
জানা গেছে, ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী
বেতাগী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা পুর্ননিমাণ, সংযোগ সড়ক, রাস্তা সম্প্রসারণ, পৌর শহরে গুরুত্বপূর্ণ বাড়ির সংযোগ রাস্তা নির্মাণ, বাসস্ট্যান্ড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার কাম অডিটোরিয়ামসহ ২৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে।
বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জসিম উদ্দিন বলেন, ‘পৌরসভার দরপত্রের প্রাক্কলন অনুযায়ী সকল কাজগুলো তদারকি করা হচ্ছে। পৌর প্রশাসকের নির্দেশে কাজের যথাযথ মূল্যায়ন হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা পুর্ন:নির্মাণ ও সম্প্রসারণ, বাড়ির সাথে সংযোগ রাস্তা, রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে।
বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামের বাসিন্দা পুলিন বিহারী ঢালী (৮৫) বলেন, ‘ইউএনও সাহেব রাস্তাঘাটের অনেক উন্নয়নে কাজ করছেন।’
উন্নয়নের কাজ দেখে একই প্রশাংসা করে সরকারি কলেজ এলাকার আলতাফ হোসেন (৮৭) ও মো: মজিবর রহমান (৭২) বলেন, ‘ইউএনও পৌর প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর থেকেই পৌরসভার অনেক উন্নয়ন হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: বশির গাজী বলেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। পৌরসভার দরপত্রের প্রাক্কলন অনুযায়ী কাজ করা হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’