বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় বুধবার খেলার সময় পানিভর্তি বালতিতে পড়ে নাদিয়া নামে ১১ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় খেলার সময় পানিভর্তি বালতিতে পড়ে নাদিয়া নামে ১১ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে নিজ ঘরে এই ঘটনা ঘটে। এ সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘরে রাখা পানি ভর্তি পানিতে খেলতে গিয়ে নাদিয়া নামের ওই শিশুটি আকস্মিকভাবে বালতিতে পড়ে যায়। শব্দ শোনতে পেয়ে শিশুটির মা দৌঁড়ে বালতির পাশে গিয়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা: সুমন পাল জানান, অসতর্কতা ও অবহেলার কারণে অকালে এই নিস্পাপ শিশুটিকে প্রাণ হারাতে হয়েছে।