‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছর আমাকে ঘরে থাকতে দেয়নি। আমার স্ত্রী-সন্তানকে ঘরে থাকতে দেয়নি,’ উল্লেখ করে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে পালিয়ে বেড়াতে হয়েছে। জুলুম নির্যাতন আর শতাধিক মামলা মাথায় নিয়ে দলের পক্ষে কাজ করেছি। তাই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে সকল বিদ্বেষ ভুলে আসুন এক কাফেলায় যাত্রা শুরু করি। আগামী দিনে বিজয় ছিনিয়ে আনবো ইনশা আল্লাহ।’
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়ায় বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে তিনি ওই কথা বলেন।
হাসান জাফির তুহিন বলেন, ‘দেশ নায়ক তারেক রহমান আমাকে আপনাদের খেদমত করতে পাবনা-৩ এলাকায় পাঠিয়েছেন। আমি তার নির্দেশ মেনে ধানের শীষের প্রার্থী হয়ে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় কাজ করছি। বিগত ১৭ বছর আপনাদের সরলতার সুযোগ নিয়ে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা কোনো কাজ করেনি। এখনো পাবনা-৩ এলাকায় অনেক দূর্গম পথ রয়েছে। যেখানে উন্নয়নের গল্প শোনানো হয়েছে কিন্তু বাস্তবতায় কিছুই নেই। আমাকে আপনারা নির্বাচিত করলে আপনাদের যোগ্যতার অবশ্যই মূল্যায়ন হবে।’
মো: আবু হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি মো: আসাদুজ্জামান আরশেদ, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুসহ স্থানীয়, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এর আগে কৃষিবিদ হাসান জাফির তুহিন সকাল থেকে দিনভর ছাইকোলা এবং নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড-এ বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন।