চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র এবং নগদ টাকাসহ মো: জাদু (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে হারদী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
মো: জাদু কেশবপুর গ্রামের মরহুম দেলবার মণ্ডলের ছেলে।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাদু সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সেনাবাহিনী জাদুকে তাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেনাবাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী, চুরি, ছিনতাই এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছিল। সেনাবাহিনীর এ পদক্ষেপে সাধারণ মানুষ আশার আলো দেখছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ, মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এসব অপরাধ দমন করা সম্ভব হবে বলে আশা করছে সচেতন মহল।