কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজে শরীফ ওসমানী হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর কলেজ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজার ইমামতি করেন সেন্ট্রাল মেডিক্যাল কলেজ মসজিদের খতিব মাওলানা এ টি এম মাছুম। জানাজার আগে সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন আহমেদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুল হক লিটন এবং সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা: জহিরুল আলম বক্তব্য রাখেন।
বক্তারা ওসমান হাদির রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাজায় সেন্ট্রাল মেডিক্যাল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্য মুসুল্লিরাও উপস্থিত ছিলেন।



