দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের বাবা মো: মজিবর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
২০২৩ সালের ৮ অক্টোবর রাতে রাজশাহীর বাঘা উপজেলার খাঁয়েরহাট গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।
১৯৪৪ সালের ১৩ অক্টোবর বাঘা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। মজিবর রহমান রুইমারী তহশীল (ভূমি) অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। পেশাগত জীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্বপালন করেন।
মরহুম মজিবর রহমান ছিলেন বিনয়ী ও সজ্জন ব্যক্তি বলে পরিচিত। তার রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।