নাজিরপুরে ইউএনওর বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ দোসরদের পুন: প্রতিষ্ঠার অভিযোগে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নাজিরপুর উপজেলা বিএনপি।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
নাজিরপুরে ইউএনওর বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন
নাজিরপুরে ইউএনওর বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ দোসরদের পুন: প্রতিষ্ঠার অভিযোগে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নাজিরপুর উপজেলা বিএনপি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজলা বিএনপির দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান। এ সময় তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত সংবর্ধনার অনুষ্ঠানে দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত শেখ হাসিনার দোসর ও ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানবিরোধী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানে করেন। এ সময় তিনি আওয়ামী লীগের দোসরদের বিশেষ অতিথির আসনে বসিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার কারণে বিভিন্ন রাজনৈতিক দলসহ নাজিরপুর উপজেলা বিএনপি সিনিয়র নেতারা অনুষ্ঠান বর্জন করেন।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান আরো অভিযোগ করেন যে, গত কাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের শহীদের কথা স্মরণ করেন নাই। যা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। সাজিয়া শাহনাজ তমা নাজিরপুর যোগদানের পর থেকে এলাকার উন্নায়ন মুলক কর্মকাণ্ডের কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। এ ছাড়া যে সকল সাধারণ নাগরিক সেবা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে গিয়েছে তাদের সাথে তিনি খারাপ আচরণ করেছেন বলে একাধিক অভিযোগ রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু হাসান খান বলেন, এ নির্বাহী কর্মকর্তা এক দলের সভাপতির ন্যায় ভূমিকা পালন করছে। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন। তাকে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিরেপক্ষভাবে অনুষ্ঠিত করা সম্ভব নয়। আমরা খোঁজ নিয়ে জেনেছি তিনি একটি বিশেষ এলাকার লোক। ফ্যাসিস্ট সরকার আমলে প্রভাব ঘাটিয়ে নিজ এলাকার আশে পাশে চাকরি করেছেন।

সংবাদ সম্মেলন উপস্থিতি ছিলেন- নাজিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইয়াহিয়া খান, কলারদোনিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা বিএনপি সদস্য মাসুম মিনা, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বেগম রোকেয়া রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, ছাত্রদল আহ্বায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পী প্রমূখ।