গাইবান্ধার সুন্দরগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে জিহাদ চাকলাদার (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুপারি সংগ্রহের জন্য গাছে ওঠার সময় জিহাদ অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জিহাদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের চাকলাদার পাড়ার আব্দুল মতিন চাকলাদারের ছেলে। সে স্থানীয় বোয়ালী ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সেলিম রেজা বলেন, সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে জিহাদ হাসপাতালে মারা যায়। পরে রংপুর কোতোয়ালি থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।



