মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

দুটি দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোলাবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে একই সড়কে পৃথক দুই দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে বাসচাপায় এক মোটরসাইকেলআরোহী নিহতের ঘটনায় দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুরের গোলাবাড়ি এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

এ সময় দুর্ঘটনায় নিহত মোটরসাইকেলআরোহী জিহাদ মিয়া মধুপুর উপজেলার বাসুদেব বাড়ি এলাকার মাহাদাশ গ্রামের জাকের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, একটি বিনিময় পরিবহনের বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জিহাদ নিহত হয়।

ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা দুর্ঘটনা ঘটানো বাসসহ অন্য একটি বিনিময় বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে মধুপুর পৌর শহরের কাইতকাই রূপালী রাইচ মিলের সামনে আরো একটি দুর্ঘটনা ঘটে। একটি মাইক্রোবাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক মজিবর হোসেন (৬০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মজিবর হোসেন গোলাবাড়ী এলাকার বড়বাড়ির মরহুম আছুম উদ্দিনের নাতি ও খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, দুটি দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোলাবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় যান চলাচলে বিশৃঙ্খলা ও অতিরিক্ত গতির কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।