বরগুনার তালতলীতে নছিমন উল্টে মাসুম (৩৫) নামে এক টিউবওয়েল শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ড্রাইভারসহ আরো তিন শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে আমতলী-তালতলী সড়কের সানুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের আবুল চৌকিদারের ছেলে।
গাড়িতে থাকা শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী থেকে টিউবওয়েলের পাইপ নিয়ে আটজন শ্রমিক নছিমনযোগে কলাপাড়া যাচ্ছিলেন। পথে হরিণবাড়িয়া সেতু পার হয়ে সানুর বাজারের আগে দ্রুতগতির নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাসুম গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত তালতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ হাসপাতালে আসেনি।



