গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল ওলিনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাংনী উপজেলার ওলিনগর গ্রামের কাতর মোল্লার ছেলে মন্টু মোল্লা (৫০) এবং তেরাইল গ্রামের পূর্বপাড়া এলাকার রতন আলির ছেলে রনি (১৮)।
এ ঘটনায় আহত হয়েছেন ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান, মন্টু মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এসময় মেহেরপুরগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে গরুবোঝাই ইঞ্জিন চালিত ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মন্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন। পরে আহত দু’জনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান রনি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মোস্তাক হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে চিকিৎসক।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সাথে সম্পৃক্ত মোটরসাইকেল ও মাইক্রোচালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।