সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ মোল্লা নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহকারীও আহত হয়েছেন।
রোববার (৩ আগস্ট) দুপুরে (ঢাকা-বগুড়া) মহাসড়কের ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ মোল্লা শরিয়তপুর জেলার বাসিন্দা ও আহত হেলপার রাসেলের বাড়ি রায়গঞ্জ থানার নলকা গ্রামে বলে জানা গেছে।
জানা যায়, আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকটি ঘুড়কা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তায় বামপাশে উলটে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। এ সময় আহত সহকারী রাসেলকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রউফ জানান, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।