চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬

ঘটনার পর আহত ফিরোজ ও মানিককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
মাদক সেবন নিয়ে সংঘর্ষে আহত ৬
মাদক সেবন নিয়ে সংঘর্ষে আহত ৬ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দারপাড়ায় মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় নারীসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নোমান (২০) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার মরহুম সালাউদ্দীনের স্ত্রী শিল্পী খাতুন (৪০) ও তার ছেলে নোমান (২০), একই এলাকার টিটনের স্ত্রী মিনু খাতুন (৪০) ও ছেলে পুলক (২২), বাগানপাড়ার জাহাঙ্গীরের ছেলে মানিক (৩২) ও মসজিদপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ফিরোজ।

পুলিশ জানায়, মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর আহত ফিরোজ ও মানিককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।

আহতদের বরাত দিয়ে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার টিটনের ছেলে সিয়াম ও আব্দুল কুদ্দুসের ছেলে শিপলু নিয়মিত ইয়াবা সেবন করতেন। বুধবার রাতে অজ্ঞাত কারণে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সিয়াম শিপলুকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। এ নিয়ে বৃহস্পতিবার সকালে শিপলুর মা সিয়ামের বাড়িতে অভিযোগ করতে গেলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলের দিকে উভয়পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজনকে কুপিয়ে ও দুজনকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের সবাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন আক্তার বলেন, ‘নোমানের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজনকে গুরুতর অবস্থায় রাজশাহীতে পাঠানো হয়েছে। আহত দু’জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’