হাটহাজারীতে হাসানাত আব্দুল্লাহ

অতীতে সবাই আলেমদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে

ধর্মীয় মূল্যবোধ বিসর্জন দিয়ে বাংলাদেশের মাটিতে আর কেউ রাজনীতি করতে পারবে না। আমরা সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট সংবেদনশীল।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram

চট্টগ্রামের হাটহাজারীতে এনসিপি নেতা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে যারা ক্ষতায় এসেছিল সবাই আলেমদের ক্ষমতায় ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতা সুনিশ্চিত হওয়ার পর পরই তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে। সে জন্য এনসিপি আলেমদের সচেতন করে দিতে চায়।

সোমবার (২৬ মে) দুপুরে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে হাটহাজারী ডাকবাংলো চত্বরে এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ধর্মীয় মূল্যবোধ বিসর্জন দিয়ে বাংলাদেশের মাটিতে আর কেউ রাজনীতি করতে পারবে না। আমরা সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট সংবেদনশীল।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অ্যাডভোকেট আলিফ ভারতীয় আগ্রাসনের স্বীকার। তাকে আদালত প্রঙ্গনে যেভাবে হত্যা করা হয়েছে, সে সময় বাংলাদেশ একটি কারবালা হতে পারতো। কিন্তু আলেম-ওলামা, তৌহিদীজনতা ও মাদরাসার ছাত্রজনতা দায়িত্বশীলতা ও ধৈয্যের পরিচয় দিয়েছেন। তারা প্রমাণ করেছেন এ দেশের তৌহিদীজনতা কারো পাতানো ফাঁদে পা দেয় না।

তিনি বলেন, আমাদেরকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জাতীয়ভাবে আরো ঐক্যবদ্ধ ও সুসংহত হতে হবে। আমাদের মাঝে বিভাজন সৃষ্টির জন্য ফ্যাসিবাদ ও ভিনদেশীরা নানা পাঁয়তারা চলাচ্ছে। এ অবস্থায় কেউ যেন আমাদের ঐক্যবদ্ধতায় ফাটল ধরাতে না পারে, সে দিকে সজাগ থাকতে হবে।

উত্তর চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিপির হাটহাজারীতে অনুষ্ঠিত এই পথসভাটি জনসভায় পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারাসহ আরো নেতৃবৃন্দ।