বগুড়ায় খাল থেকে ৬ গ্রেনেড উদ্ধার

বগুড়ায় একটি খাল থেকে ছয়টি হাতবোমা সদৃশ পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
উদ্ধার ৬ গ্রেনেড
উদ্ধার ৬ গ্রেনেড |নয়া দিগন্ত

বগুড়ায় একটি খাল থেকে ছয়টি হাতবোমা সদৃশ পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

রোববার (১৭ আগস্ট) বিকেলে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোটকুমিড়া ঝোপগাড়ি মার্কাস মসজিদের পিছনের খাল থেকে এসব উদ্ধার করা হয়।

পরে পুলিশের একাধিক টিমের সাথে সেনা সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। এ ব্যাপারে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

তিনি জানান, ‘স্থানীয়রা প্রথমে খালে বোমাগুলো দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি এবং কিছুক্ষণ পর আরো দুটি মিলিয়ে মোট ছয়টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করে। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। উদ্ধার হওয়া হাতবোমাগুলো অনেক পুরনো।’