আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর জুলাইযোদ্ধা নুরুজ্জামান কাফির পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে কাফির পরিপূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে তার বাড়ি পরিদর্শন করা হয়।
এ সময় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নুরুজ্জামান কাফি দুঃখ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমি সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পাইনি।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে কাফির বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামে দুই যুবক জেলহাজতে রয়েছেন।