নোয়াখালীতে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জামায়াতে ইসলামী।
আজ বুধবার সকাল ১০টায় জেলা শহর মাইজদীতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির ইসহাক খন্দকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমদ, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, প্রচার সেক্রেটারি ডা. বোরহান উদ্দিন।
এছাড়া অন্যদের আরো উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, শহর আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ, সদর উপজেলা আমির হাফেজ মহিউদ্দিন এবং কবিরহাট উপজেলা আমির ফখরুল ইসলাম মিলন প্রমুখ।
উল্লেখ্য, মানববন্ধনটি টাউন হল মোড় থেকে শুরু হয়ে দক্ষিণ পৌরবাজার, জামে মসজিদ মোড়, উত্তর গণপূর্ত ভবন, সুপার মার্কেট হয়ে সুধারাম মডেল থানা পর্যন্ত বিস্তৃত হয়।
কর্মসূচিতে বক্তারা পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, জনগণের মতামতের প্রতিফলন এবং জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। তারা বলেন, গণতন্ত্রের বিকাশ ও রাজনৈতিক ভারসাম্য রক্ষায় পিআর পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে।