শ্রীপুরে জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

শুক্রবার বিকেল ৪টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ
জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় এবং শ্রীপুর উপজেলা আমির মাওলানা মো: নুরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ও গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. মো: জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা দেশের জনগণের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। দেশে ন্যায়বিচার, সুশাসন ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। যেকোনো বাধা সত্ত্বেও গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবি আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।’

মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচ থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেয়।