মিজানুর রহমান মিনু

বেগম জিয়া সবার মাঝে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের একজন উজ্জল নক্ষত্র। আকাশে অনেক তারা জ্বলে এবং নিভে যায়, কিন্তু বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে মিজানুর রহমান মিনু
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে মিজানুর রহমান মিনু |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি এবং আসন্ন নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের একজন উজ্জল নক্ষত্র। আকাশে অনেক তারা জ্বলে এবং নিভে যায়, কিন্তু বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বুধবার দুপুরের দিকে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন আসলেন, জয় করলেন, আবার সবাইকে এক সাগর পানিতে ভাসিয়ে চলে গেলেন। তিনি চলে গেলেও আজীবন তিনি বিশ্ববাসীসহ দেশের মানুষের মনের মনিকোঠায় বেঁচে আছেন। তেমনি বেগম জিয়াও সেভাবেই সবার মনিকোঠায় উজ্জ্বল নক্ষত্র হয়েই বেঁচে থাকবেন।

বেগম জিয়াকে মা সম্বোধন করে তিনি আরো বলেন, তিনি তাকে অনেক দিয়েছেন। তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পদে ছিলেন। সেইসাথে ওই সময়ে সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন। বেগম জিয়া তাকে কখনো মিজানুর রহমান মিনু বলে নয়, শুধু মিজান বলে ডাকতেন। কাদামাটি দিয়ে যেভাবে পালরা মুর্তি বানিয়ে সবার সামনে উপস্থাপন করেন। ঠিক সেভাবে তাকেও বেগম জিয়া তৈরি করেছিলেন। বেগম জিয়া হলেন জনগণের মূর্ত প্রতীক। তিনি স্বৈরাচার খুনি হাসিনা বিরোধী আন্দোলনে আপোসহীন ভাবে নেতৃত্ব দিয়েছেন। সারা বিশ্বের নিকট তার সততা ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে। এজন্য তিনি সবার নিকট গ্রহণযোগ্যতাও পেয়েছেন বলে জানান তিনি।

বিএনপি নেতা মিনু বলেন, রাজশাহী বিএনপির কর্মীরা সবাই একে অপরের পরিপূরক। স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে বুকের বোতাম খুলে বুলেটের সামনে দাঁড়িয়েছে। আগামীতেও তাই হবে। বিগত দিনে যেভাবে রাজশাহী বিভাগে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারো বিভাগের ৩৯টি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে বলে উল্লেখ করেন তিনি।

যুবকদের উদ্দেশে মিনু বলেন, তোমাদের জন্য বিএনপি রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার পথ অনুসরণ করছেন তারেক রহমান। বেগম জিয়া কখনো আমি এবং আমার বলতেন না। তিনি সর্বদা আমরা এবং আমাদের বলতেন। তিনি সবাইকে নিয়ে কাজ করতেন বলে উল্লেখ করেন মিনু।

এদিকে উপস্থিত এমপি পদপ্রার্থীরা বেগম জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। তারাও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। এতে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয় সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।