আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ : ইউএনওর আশ্বাসে কর্মসূচি স্থগিত

সংসদীয় আসন পুনঃবিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়, পরে ইউএনওর আশ্বাসে তিন দিনের জন্য স্থগিত করা হয়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ইউএনও আশ্বাসে ৩ দিনের জন্য কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে
ইউএনও আশ্বাসে ৩ দিনের জন্য কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে |নয়া দিগন্ত

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দু’টি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে স্থানীয়রা। পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) আশ্বাসে তিন দিনের জন্য কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার পর থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়াসহ ভাঙ্গা-গোপালগঞ্জ রুটের সোয়াদি ও মনসুরাবাদে এই অবরোধ শুরু হয়। এতে ভাঙ্গার উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নির্বাহী গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এরপর তারা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন।

একইসাথে সাবেক ফরিদপুর-৫ আসন পূর্ণবহলের দাবিতে জানায় বিক্ষোভকারীরা।

দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের আশ্বাসে তিন দিনের জন্য কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আলগী ও হামিরদীকে ভাঙ্গার সাথে বহাল রাখার ব্যাপারে যা যা করনীয় তা তিনি করবেন বলে স্থানীয় জনগণদের অবহিত করেন। এ জন্য তিনি তিন দিনের সময় নিয়েছেন।

কর্মসূচিতে ছিলেন হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খোকন মিয়া, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, হামিরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: লিটন মাতুব্বর, পার্শ্ববর্তী নুরুল্লাহগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহাবুল হোসেন প্রমুখ।