চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে যুবকের লাশ উদ্ধার

শনিবার দুপুর ২টার দিকে তার সহকর্মীরা লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‘হ্যাচ ফ্যাচ’ নামে একটি রেস্টুরেন্ট থেকে আশীক (২১) নামে এক নওমুসলিম বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তার সহকর্মীরা লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশীক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের শ্রী জয় কুমারের ছেলে। তিনি গত ছয় মাস ধরে রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করছিলেন এবং এর ভেতরেই থাকতেন।

পুলিশ জানিয়েছে, আশীক গত ৩-৪ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করেছিলেন। এরপর মুসলিম মেয়েকে বিবাহ করেন। তার পরিবার গোপালগঞ্জে থাকেন।

উদ্ধারকারী সহকর্মী মামুন জানান, শেষবার সাড়ে ১২টার দিকে আশীকের সাথে ফোনে কথা হয়। এরপর বারবার ফোন করেও সাড়া না পেয়ে রেস্টুরেন্টে গিয়ে জানালা দিয়ে দেখি, আশীক ঘরের ভেতরে পড়ে আছে। পরে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর ২টার দিকে আশীককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা হয় যে তিনি মারা গেছেন। তবে মৃত্যু স্বাভাবিক মনে হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আশীকের হাতে ব্লেড দিয়ে একাধিক কাটা চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী জানা যাবে। পরিবারকে ইতোমধ্যে খবর দেয়া হয়েছে। তিনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন বেশ কয়েক বছর আগে।