অনলাইন জুয়ার টাকা না দেয়ায় দাদিকে গলাকেটে হত্যা করেছে নাতি। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য জানিয়েছে নাতি। ঘটনাটি রংপুরের পীরগঞ্জের।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর পীরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আমলি ম্যাজিস্ট্রেট মন্তাজ আলীর আদালতে তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গত শনিবার (১৮ অক্টোবর) পীরগঞ্জের খেদমতপুর ইউনিয়নের ঘেগারতলে আকলিমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আকলিমার ছোট ভাই ওবাইদুর রহমান পীরগাঞ্জ থানায় অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, ক্লুলেস ধরে মামলাটি তদন্ত শুরু করে পুলিশ। সামনে আসে দাদি মারা গেলেও তার দাফন কাফনে উপস্থিত ছিল না অনিক। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঘটনাস্থলে অনিকের মোবাইলের লোকেশন পাওয়া যায়। পরে সোমবার (২০ অক্টোবর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে তার নাতি অনিক হাসান হৃদয়কে ঢাকার সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি মহল্লার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অনিক।
পুলিশ জানায়, অনিক অনলাইন জুয়ায় আসক্ত ছিল। ঢাকা থেকে মোবাইলে ফোনে দাদির কাছে ১০ হাজার টাকা চেয়েছিল। টাকা নেয়ার জন্য শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১টায় ঢাকা থেকে পীরগঞ্জে দাদি আকলিমার বাড়িতে আসেন। এসময় টাকা চাইলে দাদি তা দিতে অস্বীকার করেন। একসাথে খাওয়া-দাওয়ার পর দাদিকে চাকু দিয়ে দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে সাভারে ভাড়া বাসায় যান।
খুনের শিকার আকলিমা ওই এলাকার মো: হাকিম মিয়ার স্ত্রী। আকলিমার ছেলে রাশিদুল ইসলাম মন্ডলের ছেলে অনিক।



