নেত্রকোনা ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মো: আল হেলাল তালুকদার মোহনগঞ্জ উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা ইউএনও আমিনা খাতুনের কাজ থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন।
হেলাল তালুকদার জানান, যেহেতু সরকারি বিধি অনুসারে ব্যপক উপস্থিতি নিয়ে মনোনয়ন পত্র গ্রহণ করা যাবে না তাই যথাযথ আইন মেনে মাত্র ৫ জনকে নিয়ে মনোনয়ন পত্র গ্রহন করেছি। আমার নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি এ তিন উপজেলা নিয়ে তাই মোহনগঞ্জ থেকে উপজেলা দায়িত্বশীল ভাইদের নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি তা পূরণ করে মদন ও খালিয়াজুরির দায়িত্বশীলদের পরামর্শক্রমে মদন বা খালিয়াজুরি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেবো। ইনশাআল্লাহ।
এ সময়ে উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা নায়েবে আমির এ টি এম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসান এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহীন আলম।



