ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসা

এর আগেও তিনি উপজেলা পর্যায়ে পর পর পাঁচবার এবং জেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসা
ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসা |ছবি : নয়া দিগন্ত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল (এমএ) মাদরাসা। আর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা মো: আবু ইউসুফ মৃর্ধা।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিষয়ভিত্তিক উন্নয়ন কল্পে ভালো কাজ, শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢেলে সাজানো, শ্রেণি শিক্ষকদের ঠিকমতো পরিচালনা করা, প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়নের পদ্ধতি এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান মাস্টার ট্রেইনার হিসেবে সুন্দর দায়িত্ব পালন করে মো: আবু ইউসুফ মৃর্ধা ও তার প্রতিষ্ঠান এই সম্মান অর্জন করলেন।

এর আগেও তিনি উপজেলা পর্যায়ে পর পর পাঁচবার এবং জেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।

এ সফলতার বিষয়ে মাওলানা আবু ইউসুফ মৃর্ধার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং মূল্যায়ন কমিটিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দয়াময় আল্লাহর দেয়া আমার ওপর অর্পিত এই দায়িত্ব আরো সুন্দর এবং দক্ষতার সাথে যেন পালন করতে পারি- সকলের কাছে এই দোয়া চাই।