ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৩৮০ টাকা এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
রোববার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর শান্তিনগর এলাকায় চিহ্নিত মাদককারবারির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চরলালপুর শান্তিনগর গ্রামের মরহুম মো: রুহুল মিয়ার ছেলে মো: কাঙ্গাল মিয়া (৪১) এবং লালপুর বাজার এলাকার মরহুম হুমায়ুন কবিরের ছেলে মো: শাহিন মিয়া (৩১)।
যৌথ-বাহিনীর পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ক্যাপ্টেন মাহিম মেজবাহের নেতৃত্বে যৌথ-বাহিনী অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের হাতেনাতে আটক করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে মাদককারবারি কাঙ্গাল মিয়ার প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিউল আলম চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



