কেশবপুরের পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি রফিক আটক

‘সাবেক মেয়র রফিকুল ইসলামকে থানায় থাকা মামলার আসামি হিসেবে আটক করা হয়েছে।’

আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর (যশোর)

Location :

Keshabpur
কেশবপুরের পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি রফিক আটক
কেশবপুরের পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি রফিক আটক |নয়া দিগন্ত

কেশবপুরের আলোচিত পৌর আওয়ামী লীগের সভাপতি ও অপসারিত পৌর মেয়র রফিকুল ইসলামকে(৫৮) বৈষম্যবিরোধী ছাত্রদের সহায়তায় আটক করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে কেশবপুর শহর সংলগ্ন ভবানিপুর গ্রামের তার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক মরহুম সামসুর মোড়লের ছেলে।

তার বিরুদ্ধে সন্ত্রাসী লালন, মাদক সিন্ডিকেটের নেতৃত্বদানকারী, ভোট ডাকাতি করে পৌর মেয়র নির্বাচিত হওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ৪ আগস্ট থেকে মেয়র রফিক আত্মগোপনে থেকে তার কার্যক্রম অব্যাহত রাখে বলে অভিযোগ রয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন জানান, সাবেক মেয়র রফিকুল ইসলামকে থানায় থাকা মামলার আসামি হিসেবে আটক করা হয়েছে।