ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ৩০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) আখাউড়া রানিং কমিউনিটির আয়োজনে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত দু’ ক্যাটাগরির ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ম্যারাথনে অংশ নিতে ভোরে দেশের বিভিন্ন জেলার দৌড়বিদরা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে জমায়েত হয়। বিভিন্ন বয়স ও পেশার দৌড়বিদদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, ভোরে উদ্বোধনের পর দু’ ক্যাটাগরিতে দৌড়বিদরা অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক দিলারা আক্তার খান ছিলেন এই প্রতিযোগিতার অ্যাম্বসেডর। দৌড়বিদদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবীর পাশাপাশি চিকিৎসা সেবায় অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। আখাউড়া উপজেলা পরিষদ মাঠ থেকে দৌড় শুরু হয়ে উপজেলার কলেজপাড়া, নারায়ণপুর, খালাজুড়া, আনোয়ারপুর, কল্যাণপুর, চানপুর সড়ক হয়ে শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এসে ম্যারাথন দৌড়ের সমাপ্তি হয়। পরে দু’ ক্যাটাগরিতে বিজয়ী ছয়জনকে মেডেল, ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেয়া হয়।
দুলাল ঘোষ জয় নামে এক দৌড়বিদ জানান, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নাই। যুব সমাজের মাদকাসক্তি দূর করতে এমন আয়োজন জরুরি।