নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘সব ধর্মের মানুষ শুধু বিএনপির কাছেই নিরাপদ। বিএনপিই পারে সবাইকে নিরাপত্তা দিতে।’
নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা দাখিল মাদরাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনাসভায় আজ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, দুর্নীতির সাথে আপস করেননি। তিনি তার রাজনৈতিক জীবনে বেশির ভাগ সময় গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। এ জন্য বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সবার অভিভাবকে পরিণত হয়েছিলেন। তিনি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন।
তিনি বলেন, আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, দখলবাজি, হতে দিবো না কেউ করলে তাকে পুলিশে ধরিয়ে দিন সে যে দলেরই হোক এমনকি আমার পরিবারের হোক।
শামা ওবায়েদ আরো বলেন, আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সব মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাঁশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ্।
আলোচনা সভায় চরযশোরদী ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।



