সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাট-বাজারের দোকানপাট রাত ১০টার পর বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।
এতে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা কমিটির চলতি মাসের সভার সিদ্ধান্তের আলোকে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার, লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজার, বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার, নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর ও নাছিমপুর বাজারসহ অন্যান্য সীমান্তবর্তী বাজারের দোকানপাট রাত ১০টার পর বন্ধ রাখতে এবং সকাল ৭টার পর খোলা রাখতে হবে।
ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
সূত্রে আরো জানানো হয়, সীমান্তবর্তী হাট-বাজারে রাতের বেলা দোকান খোলা থাকায় মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে সংবাদ আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসায়ীসহ সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।’
নির্দেশনাটি বাস্তবায়নে থানা পুলিশ, আর্মি, বিজিবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোগলাবাজার, নরসিংপুর ও বাংলাবাজার সীমান্ত এলাকায় তুলনামূলক মাদক, চোরাকারবারি ও জুয়ার আড্ডা বৃদ্ধি পেয়েছে। এতে দিন দিন এলাকায় হত্যা, খুন ও রাহাজানি বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয় প্রশাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।
জানা যায়, সর্বশেষ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের কবরস্থানে নিকটবর্তী খাল থেকে হাতকাটা অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগের দিন সকালে একই ইউনিয়নের শ্যামারগাঁও, লাফার্জ সীমান্ত-ভারতের মেঘালয়ের কালাটেক বস্তি এলাকায় আহাদ মিয়া (৪০) নামে এক বাংলাদেশী ব্যবসায়ীর লাশ পাওয়া যায়।
২৪ ঘণ্টার ব্যবধানে সীমান্তের এপার-ওপার থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



