নলডাঙ্গায় রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে বিঘ্ন

সকালে মাধনগর রেলস্টেশনের দক্ষিনে ২৫৩ নম্বর পিলারের কাছে ফাটল দেখতে পান স্থানীয়রা।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
রেললাইনে ফাটল
রেললাইনে ফাটল |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেললাইনে ফাটল দেখা দিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাধনগর রেলস্টেশনের দক্ষিনে ২৫৩ নম্বর পিলারের কাছে ফাটল দেখতে পান স্থানীয়রা।

রেলকর্মীরা বলেন, অতিরিক্ত ঠান্ডার কারণে এ ফাটল দেখা দিয়েছে। ফলে ওই লাইনে ট্রেন ধীর গতিতে চলাচল করছে। সকাল সাড়ে ১১টার দিকে রেলওয়ের মেরামত কর্মীরা রেললাইন মেরামতের কাজ শেষ করেন।

রেলওয়ের ট্রলিম্যান মো: জুলফিকার হোসেন জানান, বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেলওয়ের কর্মীরা দ্রুত তা মেরামতের কাজ করছেন।

নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।