বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বরিশাল ক্যান্টনমেন্টের শিক্ষার্থীরা

বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি শিক্ষার্থী বহনকারী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের গাড়িতে উঠাচ্ছিল। এ সময় পটুয়াখালীর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে স্কুলগাড়িটির সামনে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

আতাউর রোমান, বাকেরগঞ্জ (বরিশাল)

Location :

Bakerganj
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বরিশাল ক্যান্টনমেন্টের অর্ধশতাধিক শিক্ষার্থী
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বরিশাল ক্যান্টনমেন্টের অর্ধশতাধিক শিক্ষার্থী |নয়া দিগন্ত

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দু’জন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জাকির শরিফের স’-মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি শিক্ষার্থী বহনকারী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের গাড়িতে উঠাচ্ছিল। এ সময় পটুয়াখালীর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে স্কুলগাড়িটির সামনে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় কাভার্ড ভ্যান ও স্কুলের চালক আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় কোনো শিক্ষার্থী গাড়ির ভেতরে বা বাইরে আহত হয়নি। এতে অভিভাবক ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তোফাজ্জল হোসেন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করেছি। এ ঘটনায় বাস ও কাভার্ড ভ্যানের ড্রাইভার আহত হলেও কোনো শিক্ষার্থী আহত হয়নি।’

ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।