ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে স্কুলিং মডেল বাতিল ও ঢাকা সরকারি সাত কলেজের স্বাতন্ত্র কাঠামো অক্ষুণ্ণ রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন।
স্কুলিং মডেল বাতিল করে ও ঢাকা সরকারি সাত কলেজের স্বাতন্ত্র কাঠামো অক্ষুণ্ণ রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারির দাবিতে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মো: শহীদুল্লাহ জানান, সাত কলেজ স্বাতন্ত্র রক্ষা পরিষদ গফরগাঁও সরকারি কলেজ ইউনিট কেন্দ্রীয় দাবির সাথে একমত পোষণ করে ঐক্যবদ্ধ রয়েছি।
এতে আরো বক্তব্য রাখেন- কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া ফেরদৌসী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান প্রমূখ।



