গৌরনদীতে ট্রান্সপোর্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার

লাশ থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |ফাইল ছবি

বরিশালের গৌরনদীতে নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসির বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার শাহপরান সড়কের বাসিন্দা বশির উদ্দিন হাওলাদারের ছেলে।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনীম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে লাশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নাসির উদ্দিন বাসা থেকে বের হন। তবে কি কারণে তিনি গৌরনদীতে এসেছিলেন, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, লাশ থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Topics