ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জসিম উদ্দিন মড়ল (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলায় মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ ঘাট এলাকায় নদীতে নিখোঁজ জসিমের লাশ ভেসে ওঠলে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
মৃত জসিম উদ্দিন মড়ল মুখী গ্রামের মরহুম হাশেম মড়লের ছেলে।
এর আগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামলেও রাত ৭টায় পর্যন্ত উদ্ধারের সম্ভব হয়নি। পরে উদ্ধার কাজ স্থগিত করেন। রোববার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুনরায় নদীতে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে পাগলা থানা পুলিশ মুখী ব্রিজ ঘাট নদীর পাড় এলাকায় একটি ঘটনার তদন্তে ও সূত্রধর বাড়িতে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে যায়। সে সময় পুলিশ দেখে পাশের হিন্দু সম্প্রদায়ের মঠ থেকে জসিম উদ্দিন মড়ল, ফাহিম ও সোহেল নামে তিন জন মঠের পাশে সুতিয়া নদীতে ঝাঁপ দেয়। ধারণা করা হচ্ছে- এরা মঠ এলাকায় মাদক সেবন করতে এসেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার ভয়ে প্রাণ বাঁচাতে সুতিয়া নদীতে ঝাঁপ দেয়। অন্যরা সাঁতার কেটে উপরে উঠে আসলেও নিখোঁজ হন জসিম উদ্দিন মড়ল।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় সুতিয়া নদী থেকে দুপুরের দিকে জসিমের লাশ উদ্ধার করা হয়।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘নিখোঁজ জসিমের লাশ উদ্ধার হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির সুরতহাল তৈরি করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’