মহালছড়িতে আগুনে পুড়ে ছাই ২৩ দোকান

উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এক ঘণ্টা পর এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
আগুনে পুড়ে ছাই ২৩ দোকান।
আগুনে পুড়ে ছাই ২৩ দোকান। |নয়া দিগন্ত

খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২৩টি দোকান। ফায়ার সার্ভিস না থাকায় এবং পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগে যায়।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ওই উপজেলা বাজারে আগুনের সূত্রপাত হয়।

এ সময় জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এক ঘণ্টা পর এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাসদস্যরা আগুন নেভানোর চেষ্টা করে। ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে বিভিন্ন ধরনের প্রায় ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার সময় বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগে যায়। এ সময় মাটিরাঙ্গা উপজেলার ফায়ার ইউনিট থেকে এক হাজার লিটারের একটি পানির গাড়ি আনার ব্যবস্থা করা হয়। তবে অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরবর্তীতে তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।