মহান সৃষ্টিকর্তা ও পবিত্র কোরআন নিয়ে কটূক্তির প্রতিবাদে কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে স্থানীয় আলেম-ওলামাদের উদ্যোগে হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ের ইব্রাহিম স্বরণীতে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খোদাদ্রোহী বাউল আবুল সরকার পবিত্র কোরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছে। এ ধরনের ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানাই।
এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা ও ছাত্র-সমাজসহ হাজারো তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।



