আসাদুল হাবিব দুলু

নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র কখনোই মেনে নেয়া হবে না

লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
আসাদুল হাবিব দুলু
আসাদুল হাবিব দুলু |নয়া দিগন্ত

‘নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র কখনোই মেনে নেয়া হবে না’ বলে মন্তব্য করেছেন রংপুর বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে লালমনিরহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে এখন বলা হচ্ছে নির্বাচন দেয়ার পরিবেশ নেই। এক বছরেই যদি নির্বাচন দেয়ার পরিবেশ না থাকে, তাহলে সামনে কী হতে পারে?’

সমাবেশে সোহাগ হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুস হলেও, সোহাগ হত্যার জবাব চাওয়া হয়েছে তারেক রহমানের কাছে। এটি হাস্যকর—ক্ষমতায় ড. ইউনুস, অথচ স্লোগান দেয়া হচ্ছে তারেক রহমানকে নিয়ে।’

এর আগে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ের হামার বাড়ির সামনে সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলীসহ উপজেলা যুবদলের নেতারা।