বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে যাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার!

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে রক্তাক্ত এক যাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে যাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার!
বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে যাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার! |নয়া দিগন্ত

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে রক্তাক্ত এক যাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) রা‌ত সা‌ড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে ফাাঁড়ির ইনচার্জ (সাব-ইন্সপেক্টর) আবুল কালাম জানান, বি‌কে‌লে জামালপুরগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে থামার পর ট্রেনের পাওয়ারকার (বৈদ্যুতিক রুম) কোচে একজন পরে রয়েছে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়।

তার নাম হাজী আব্দুর রহমান, বয়স আনুমানিক ৬২। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেনদী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

তিনি আরও জানান, উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছিলো। কিন্তু উদ্ধারের পর দেখা যায় সে ট্রেনের ভেতরেই মারা গেছে। তার লাশ নিয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় যাচ্ছি। সেখানে যাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের ছেলের সাথে কথা হয়েছে তিনি গাজীপুর থেকে ময়মনসিংহ আসতেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিপদজ্জনক চিহ্নসম্বলিত কোচের ভেতরে আব্দুর রহমানের লাশ পাওয়া যায়। তার শরীরের ডান হাত ও শরীরের পরহিত কাপড় রক্তমাখা। ট্রেনের বগিতেও রক্ত জমাট হয়ে পরে রয়েছে। ট্রেনের জানালায় ও ট্রেনের কোচেও রয়েছে রক্তের দাগ।

উদ্ধারকারী গৌরীপুর রেলওয়ে ফাাঁড়ির কন্সটেবল মো: রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত যাত্রীর ডানহাতে রক্তের দাগ ছিলো। ওই ট্রেনের যাত্রী আজিজুল হক জানান, ট্রেনটিতে খুব ভিড় ছিলো না। যাত্রীদের বগিতেও অনেক আসন খালি। তারপরেও বিপদজ্জনক ওই কোচের ভেতরে এ যাত্রী কিভাবে গেলো, সেখানে তো যাত্রীদের যাওয়া নিষিদ্ধ।

গৌরীপুর রেলওয়ে ফাাঁড়ির ইনচার্জ (সাব-ইন্সপেক্টর) আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে ওই কক্ষটি গরম। ট্রেনের ঝাঁকিতে ধাক্কা খেয়ে জানালার পাশে পরে গেলে মাথায় ও হাতে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। ওই কোচের ভেতরেও প্রচন্ড শব্দ থাকায় কেউ টের পায়নি। তবে বিজয় এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার কোচে দায়িত্বরত কর্মকর্তার বক্তব্য নেয়া জন্য গেলে তিনি দ্রুত সটকে পড়েন।

গৌরীপুর জংশনের কেবিন মাস্টার আব্দুল কাদির জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে ৪টা ৩০মিনিটে প্রবেশ করে। জামালপুরের উদ্দেশ্যে ৪টা ৫৫মিনিটে গৌরীপুর জংশন থেকে ছেড়ে যায়।

জংশনের স্টেশন মাস্টার মো: সফিকুল ইসলাম বলেন, ‘ট্রেনের ভিতরে লাশ পরে আছে, খবর পেয়ে আমি ও পুলিশসহ সেখানে গিয়ে লাশ উদ্ধার করেছি। ট্রেনের ধাক্কায় মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।’