লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কাউছার আহমেদ মিলন (৬০) নামে জামায়াত নেতা নিহতের ঘটনায় বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে।
রোববার (৮ জুন) রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম এ হত্যা মামলা করেন।
মামলায় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা সোহাগ হোসেনসহ বিএনপির ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অপরদিকে, ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। বিকেলে সদর উপজেলার জকসিন বাজারে অভিরখীল দাখিল মাদরাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে সমাবেশ করে জামায়াতের নেতাকর্মীরা।
এদিকে নিহতের পরিবার ও জামায়াতের নেতাকর্মীরা কাউছারের মৃত্যুর ঘটনায় বিএনপির রাজনীতির সাথে জড়িত কয়েকজনকে দায়ি করেছেন। তবে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় একটি ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়। ঘটনাটি রাজনৈতিক নয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুল মোন্নাফ বলেন, ‘কাউছার আহমেদ নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী শিল্পী বেগম এই মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’