ভারতে ভারী বর্ষণে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, লালমনিরহাটে বন্যার শঙ্কা

এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Location :

Lalmonirhat
এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

উজানের দেশ ভারতে অনবরত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি মাত্র ৭ সে:মি: নিচে অবস্থান করছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (২০ জুলাই) রাত্রে ও আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট-নীলফামারী জেলায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায়, পানির চাপ কমাতে ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে।

বিকেল ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব‌্যারেজ পয়েন্টে পানি ৫২.০৮ সে: মি: প্রবাহিত হয়েছে, যা বিপৎসীমা ৭ সে: মি: এর নিচে। রাতের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে এমনটি ধারণা করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, উজানের দেশ ভারতে গত ২৪ ঘণ্টা অনবরত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে, এর ফলে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব‌্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭ সে: মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার নিম্নাঞ্চলে পানি বেড়ে গেছে ধারনা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট-নীলফামারী জেলায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।