৩০ বছর পর কটিয়াদীর রইছ মাহমুদ বিদ্যালয়ে নতুন বিষয়ের শিক্ষকের যোগদান

কটিয়াদীর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে তানিয়া আক্তার নামে এক নতুন শিক্ষক যোগদান করেছেন।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
৩০ বছর পর কটিয়াদীর রইছ মাহমুদ বিদ্যালয়ে নতুন বিষয়ের শিক্ষকের যোগদান
৩০ বছর পর কটিয়াদীর রইছ মাহমুদ বিদ্যালয়ে নতুন বিষয়ের শিক্ষকের যোগদান |নয়া দিগন্ত

দীর্ঘ ৩০ বছর কিশোরগঞ্জের কটিয়াদীর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে তানিয়া আক্তার নামে এক নতুন শিক্ষক যোগদান করেছেন। তার বাড়ী উপজেলার মসুয়া ইউনিয়নের বেতাল গ্রামে। তার এনটিআরসির ব্যাচ নম্বর-১৮ এবং রোল-৩২০০১৬৯১৪।

বুধবার (১০ সেপ্টেম্বর) শিক্ষক হাজিরা খাতায় সাক্ষরের মাধ্যমে তিনি অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন।

ভৌত বিজ্ঞানের শিক্ষক তানিয়া আক্তার এনটিআরসির স্মারক নম্বর ৩৭.০৫.০০০০.০০০.০১১.০১.০০০১.২৫-১৬৭ সূত্রে গত ১৯ আগস্ট সুপারিশপ্রাপ্ত হয়ে কটিয়াদী উপজেলার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে যোগদানের জন্য প্রধান শিক্ষক বরাবর গত ২৫ আগস্ট আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক তাকে নিয়োগপত্র প্রদান করেন।

এ যোগদানের সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়া, সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, সিনিয়র শিক্ষক মো: ফখর উদ্দিন ভূঞা(ইমরান), মাহবুবুর রহমান, মস্তোফা কামাল ও মনোয়ারা বেগম।